ড্রোন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার শো এবং আতশবাজিসহ নানা আয়োজনে শেষ হলো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সপ্তাহব্যাপী অনুষ্ঠান।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলে এসব কর্মসূচির মাধ্যমে শেষ হয় ‘জয় বাংলার জয়োৎসব’ নামের এই আয়োজন।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, শুভ্র দেব, কোনালসহ বিভিন্ন শিল্পীরা। এছাড়া লেজার শো ও প্রথমবারের মতো ড্রোন প্রদর্শনীর পর হয় আতশবাজি।
লেজার শো এবং ড্রোন প্রদর্শনীতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়।
লেজার শোতে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়। ছবি: নিউজবাংলা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আয়োজনে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, ‘আজকের সমাপনী অনুষ্ঠানে একটাই আমাদের প্রতিজ্ঞা থাকবে যে, মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’
অনুষ্ঠানে গান পরিবেশন করছেন সাবিনা ইয়াসমিন। ছবি: নিউজবাংলা
২৫ মার্চ থেকে শুরু হওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এর আগে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, গণহত্যা বিষয়ক ভিডিও প্রদর্শনী, মুক্তিযুদ্ধ কনসার্ট, জাতীয় পর্যায়ে কুইজ, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতি ও যাত্রাপালার আয়োজন ছিল।
অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর হাতিরঝিলে মধুবাগ ক্রসিং থেকে পুলিশ প্লাজা পর্যন্ত সড়কের একপাশ বন্ধ করে দেয়ায় তীব্র যানজট দেখা দেয়। পরে রাত ৮টার দিকে রাস্তা খুলে দেয়া হয়।