বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুঁটিতে ঝুলে ছিলেন দুই বিদ্যুৎকর্মী

  •    
  • ৩১ মার্চ, ২০২২ ২২:৪৮

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর এলাকায় সিভিল সার্জনের বাংলোর সামনে বিদ্যুৎলাইনে কাজ করছিলেন দুজন কর্মী। হঠাৎ তড়িতাহত হয়ে তারা কোমরে বাঁধা বেল্টের কারণে খুঁটিতে ঝুলে ছিলেন।

লাইন মেরামতের কাজ করার সময় রাজশাহী নগরীতে তড়িতাহত হয়ে দুজন বিদ্যুৎকর্মী ঝুলে ছিলেন খুঁটিতে। তাদের উদ্ধারের পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকার।

তড়িতাহত কর্মীরা হলেন কাটাখালী ইসলামপুর গ্রামের আকবর আলী ও শমিম হোসেন।

রাজশাহী নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) অব্যবস্থাপনায় এ দুর্ঘটনা হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর এলাকায় সিভিল সার্জনের বাংলোর সামনে খুঁটিতে উঠে বিদ্যুৎলাইনে কাজ করছিলেন দুজন কর্মী। হঠাৎ তড়িতাহত হয়ে তারা কোমরে বাঁধা বেল্টের কারণে খুঁটিতে ঝুলে ছিলেন। তা দেখতে পেয়ে লোকজন নেসকো অফিসে যোগাযোগ করেন। দ্রুত বিদ্যুতের লাইন বন্ধ করা হয়। খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।

আনুমানিক ২০ মিনিট পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন শামিম হোসেন বলেন, ‘এক ঘণ্টার শাটডাউন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু মিনিট দশেক কাজ করার পরই হঠাৎ লাইনে বিদ্যুৎ চলে আসে। বিকট শব্দের পর জ্ঞান হারিয়ে ফেলি। এরপর অন্যরা উদ্ধার করেন।’

বিদ্যুৎলাইনের উন্নয়নকাজের ঠিকাদার রুহুল অ্যান্ড ব্রাদার্সের কর্মী আহত দুজন। এ প্রতিষ্ঠানের রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান রবি বলেন, ‘আমাদের লোক নিয়ম মেনে সেখানে কাজ করছিল। ট্রান্সফরমার বসানোর জন্য ফিডার ভাগ করা হচ্ছিল। খুঁটিতে ওঠার আগেই তারা নেসকোর কন্ট্রোল রুম থেকে ক্লিয়ারেন্স নিয়েছে।

‘মানিক বাড়ৈ নামে একজন সহকারী প্রকৌশলী শাটডাউন কনফার্ম করেন। কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎ চলে এলে এ দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান।’

নেসকোর লোকজন ইচ্ছাকৃত কাজটি করেছে বলে সন্দেহ করেন রবি। তিনি বলেন, ‘এর আগেও এমন হয়েছে। মৌখিকভাবে জানিয়ে সুফল মেলেনি। এবার লিখিত আভিযোগ করা হবে। সুষ্ঠু তদন্ত ও বিচার না পেলে কাজ বন্ধ থাকবে।’

নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আমি অন্য একটি কাজে ব্যস্ত থাকলেও তদন্ত কমিটি করতে নির্দেশনা দিয়েছি।’

নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, ‘আমরা ধারণা করছি ব্যাকফিড থেকে এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত কমিটি হয়েছে। তিন সদস্যের কমিটি রিপোর্ট দিলে ঘটনা স্পষ্ট হবে।’

এ বিভাগের আরো খবর