বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগের সম্মেলন: ৬ সরকারি অফিস কার্যত বন্ধ

  •    
  • ৩১ মার্চ, ২০২২ ২২:০৫

এক স্কুলশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অফিশিয়াল কাজে উপজেলা সদরে এসেছিলাম। দেখি বিশাল প্যান্ডেলের ভেতর সম্মেলনের আয়োজন, মাইকের তীব্র আওয়াজ। মঞ্চের একেবারে কাছে শিক্ষা অফিস। সেখানে গিয়ে অফিস কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়েছি। তাছাড়া বেলা ৩টার পর থেকে উপজেলা পরিষদের সামনের সড়কে দিয়ে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।’

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সরকারি অফিসে নানা কাজে আসা শত শত মানুষকে পড়তে হয়েছে তীব্র ভোগান্তিতে। সম্মেলনের কারণে বিভিন্ন অফিসে কাজ ছিল কার্যত বন্ধ। এ কারণে সেবা নিতে আসা লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়।

সরকারি অফিসের সামনে এমন রাজনৈতিক আয়োজন করায় অসন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। তবে এ নিয়ে কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

বৃহস্পতিবারের এই সম্মেলনের জন্য মাঠজুড়ে বিশালাকার প্যান্ডেল নির্মাণ করে ইউএনও কার্যালয়সহ সরকারি অফিসগুলোর প্রবেশমুখ ঢেকে দেয়া হয়।

নেতাকর্মীদের উপস্থিতির কারণে উপজেলা পরিষদ চত্বরে থাকা শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, পরিসংখ্যান অফিস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ ছিল। সম্মেলনের উদ্বোধনস্থল-সংলগ্ন আনসার ও ভিডিপির কার্যালয়ও ছিল বন্ধ।

নিজ কার্যালয়ের সামনে এমন সমাবেশ সম্পর্কে জানতে চাইলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাওন নিউজবাংলাকে বলেন, ‘ছাত্রলীগের এই কার্যক্রমের বিষয়ে আমি অবগত নই। তাছাড়া দাপ্তরিক কাজে আমি আজ উপজেলা পরিষদে যাইনি।’

১১ বছর পর সম্মেলনে উদ্বোধক ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।

নাসিরনগর উপজেলারত চাতলপাড় ইউনিয়ন থেকে আসা একজন স্কুলশিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অফিশিয়াল কাজে উপজেলা সদরে এসেছিলাম। এসে দেখি বিশাল প্যান্ডেলের ভেতর সম্মেলনের আয়োজন, মাইকের তীব্র আওয়াজ। মঞ্চের একেবারে কাছে শিক্ষা অফিস। সেখানে গিয়ে অফিস কক্ষ তালাবদ্ধ দেখতে পেয়েছি। কাজের জন্য এতদূর থেকে এসেও ফিরে যেতে হয়েছে। তাছাড়া বেলা ৩টায় পর থেকে উপজেলা পরিষদের সামনের সড়কে দিয়ে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়।’

উপজেলা হিসাবরক্ষণ অফিসে আসা ধরমণ্ডল ইউনিয়নের বাসিন্দা জামাল হোসেন বলেন, ‘বাবার পেনশনের বিষয়ে খোঁজ নেয়ার জন্য হিসাবরক্ষণ অফিসে এসেছিলাম। এসে দেখলাম এই অফিসসহ আশপাশের কয়েকটি অফিস তালাবদ্ধ।’

অনুমতির বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘উপজেলা ছাত্রলীগের নেতারা এ বিষয়ে বলতে পারবে।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাছির উদ্দিন রানা দাবি করেন, ‘পরিষদের কার্যক্রম ব্যাহত না করার শর্তে সম্মেলন করার অনুমতি দিয়েছে।’

এ বিভাগের আরো খবর