সিলেটের ভোলাগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ধলাই নদীতে ডুবে মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ হোসেন।
ভোলাগঞ্জের সাদাপাথরে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত জুনায়েদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলায়।
তার মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী।
জুনায়েদের সহপাঠী সাইদুর রহমান বলেন, ‘আমরা বন্ধুরা ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে যাই। সেখানে পাথরে পা পিছলে পড়ে যায়। পাথরে তার মাথায় আঘাত লাগলে অচেতন হয়ে নদীর স্রোতের সঙ্গে তলিয়ে যায়।
‘আমরা স্থানীয়দের সহযোগিতায় সেখানে জুনায়েদকে খোঁজা শুরু করি। প্রায় দেড় ঘণ্টা পর তার দেহ পাওয়া যায়। তাকে কোম্পানিগঞ্জ মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত জানান, ময়নাতদন্তের জন্য জুনায়েদের মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।