জাতীয় সরকারের প্রয়োজন অনুভব করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেছেন, ‘জাতীয় সরকার এখন অনিবার্য।’
বৃহস্পতিবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তার নেতৃত্বাধীন দল জেএসডি। সমাবেশে এ কথা বলেন তিনি।
রাজধানীর মিরপুর-১-এর সামনে ওই সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরও প্রতিবাদ করেন এরশাদ শাসনামলে ১৯৮৮ সালের জাতীয় নির্বাচনের পর বিরোধীদলীয় নেতা হওয়া রব।
তিনি অভিযোগ করে বলেন, ‘নিরন্ন মানুষের হাহাকার, কর্মহীন মানুষের যন্ত্রণা, শিক্ষিত যুবকদের দীর্ঘশ্বাস এবং কয়েক কোটি মানুষ অভুক্ত থাকার পরও সরকার প্রতিনিয়ত অনুষ্ঠানের প্রাচুর্যে ডুবে আছে।’
গত ২৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কনসার্ট আয়োজন করে। সেখানে পারফর্ম করেন অস্কারজয়ী ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান। এ ছাড়া দেশের অনেক শিল্পীও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রব বলেন, ‘দেশের মানুষ অভুক্ত থাকবে আর সরকার অনুষ্ঠানের নামে অপচয়, আতশবাজিতে ব্যস্ত থাকবে, এটা বিশ্বের বিরল ঘটনা। কিছু মানুষ অতি দ্রুত ধনী হবে, আর কয়েক কোটি মানুষ দুর্ভোগ নিয়ে চলতে থাকবে, এটা কোনো রাষ্ট্রের চরিত্র হতে পারে না।’
সমাবেশে রব বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় দলের পরিবর্তে আর দল নয়। গত ৫০ বছর দলের পরিবর্তে দল ক্ষমতায় এসে নিজেদের নিয়েই ব্যস্ত থেকেছে। রাষ্ট্রের মৌলিক প্রয়োজন মেটাতে ন্যূনতম উদ্যোগ গ্রহণ করেনি।
‘বর্তমান সরকার গত ১৫ বছরে দেশের মানুষকে মালিকানা থেকে বিচ্ছিন্ন করেছে, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার থেকে বঞ্চিত করেছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে অবৈধভাবে সম্পৃক্ত করে রাষ্ট্রকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ রক্ষা করার উপযোগী প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছে। এই ধ্বংসের কিনারে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রব্যবস্থাকে কোনো একক দল বা দলীয় সরকার উদ্ধার করতে পারবে না। রাষ্ট্রের মৌলিক প্রশ্নে অর্থাৎ সংবিধান সংস্কার, রাষ্ট্র মেরামত ও শাসন কাঠামোর প্রশ্নে জাতীয় সরকার অনিবার্য হয়ে পড়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযুদ্ধা মাইনুর রহমান।