গণতন্ত্রের কথা বললেই হামলা মামলার শিকার হতে হচ্ছে, এইসব হিসাব পাই পাই করে নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘গণতন্ত্র রক্ষার জন্য কথা বলায় শুধু ঠাকুরগাঁও সদরে সাড়ে সাত হাজার বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে, কিন্তু কাজ করে উল্টো।
‘মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমানো যায়নি, দমানো যাবে না। গণতন্ত্রের কথা বললেই হামলা মামলার শিকার হতে হচ্ছে। এইসব হিসাব পাই পাই করে নেয়া হবে।’
নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন গড়ে তুলে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করা হবে। আওয়ামী লীগ সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব৷’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদে এক কোটি টিসিবির কার্ডের কথা বলেন। কিন্তু এই কার্ড নিয়ে দুর্নীতি আমরা সংবাদমাধ্যমে পাচ্ছি। গরিব মেহনতি মানুষ বঞ্চিত হচ্ছেন। গরিবের কাছ থেকে কার্ড দিয়ে টাকা নেয়া হচ্ছে। আমরা চিন্তা করতে পারি না, একটি সভ্য দেশে এত চুরিচামারি চলতে পারে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।