আইসিইউ সুবিধাসংবলিত অত্যাধুনিক একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স। তবে সেটার চাকা একবারও সড়কে গড়ায়নি। ‘মিনি হাসপাতাল’ হিসেবে পরিচিত এ অ্যাম্বুলেন্স এক বছরের বেশি সময় ধরে পড়ে আছে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ওষুধ প্রশাসন অধিদপ্তর ২০২১ সালের জানুয়ারিতে দেড় কোটি টাকার এ ইতালিয়ান অ্যাম্বুলেন্সটি সরবরাহ করে। জনবল সংকট দেখিয়ে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের গ্যারেজেই ফেলে রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জনবল চেয়ে এক বছর আগে দপ্তরে চিঠি দেয়া হলেও সমাধান মেলেনি।
দপ্তর থেকে সমাধান না মিললেও কীভাবে এটি চালু করা যায়, কে ডিউটি করবে, এসব বিষয় ঠিক করতে সম্প্রতি হাসপাতালের উপপরিচালক মোকাদ্দম হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ জামাল উদ্দিন মিন্টু নিউজবাংলাকে জানান, আইসিইউ অ্যাম্বুলেন্সটিতে পোর্টেবল ভেন্টিলেটর, জরুরি ওষুধ সেবা, অক্সিজেন সিলিন্ডার, স্টোক রোগীদের জন্য সাকশন মেশিন, নেবুলাইজার, ক্যাথেটার, বিপি স্টেথো, পালস অক্সিমিটার, ইসিজি মেশিন, লাইফ সাপোর্ট, হার্ট কন্ট্রোলিং মেশিন, প্যাথলজি, ডায়াবেটিস টেস্ট মেশিনসহ অনেক কিছুই রয়েছে।
তিনি জানান, এ ধরনের অ্যাম্বুলেন্সকে ‘মিনি হাসপাতাল’ বলা হয়ে থাকে। এটি চালাতে একজন অভিজ্ঞ চিকিৎসক, একজন নার্স ও ওয়ার্ডবয় প্রয়োজন।
তিনি বলেন, ‘আমিসহ সাতজন প্রশিক্ষণ নিয়েছি। তবে নিজ উদ্যোগে। মূলত যারা আইসিইউ চালান, তারাই এখানে ডিউটি করতে পারবেন।’
হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানে সিসিইউ ও আইসিইউ বেড রয়েছে ৪৮টি। ভর্তি হওয়া সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই ঢাকায় পাঠানো হয়। তখন প্রয়োজন হয় এয়ার অ্যাম্বুলেন্সের। যাদের এ সামর্থ্য নেই, তারাই অ্যাম্বুলেন্স ভাড়া করেন। তাই বিশেষায়িত অ্যাম্বুলেন্সটি চালু হলে সুবিধা হবে, হয়তো বেঁচে যাবেন অনেক সংকটাপন্ন রোগী।
আইসিউতে চিকিৎসা নিচ্ছেন এমন এক রোগীর স্বজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ডাক্তার অনেক আগে আমাদের রোগী ঢাকায় নিতে বলেছেন। কিন্তু নরমাল অ্যাম্বুলেন্সে নেয়া ঝুঁকিপূর্ণ, সেটাও বলেছেন। তাকে নিতে হলে এয়ার অ্যাম্বুলেন্সে নিতে হবে। কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই। তাই ঢাকায় না নিয়ে আল্লাহর ওপর ভরসা করে এখানে চিকিৎসা করাচ্ছি।’
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স শাখার ইনচার্জ মোরশেদ আলম বলেন, ‘অ্যাম্বুলেন্সটি সচল রাখতে এক-দুই দিন পরপর হাসপাতালের ক্যাম্পাসে সেটি চালানো হয়। এর বাইরে নেয়ার অনুমতি নাই। আমরা প্রায় প্রতিদিনই গাড়িটি স্টার্ট দিয়ে চালু রাখি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আরও চারটি সাধারণ অ্যাম্বুলেন্স আছে। চালক আছি পাঁচজন। অ্যাম্বুলেন্সটি চালু হলে আমরা প্রস্তুত আছি।’
জনস্বাস্থ্য অধিকার আন্দোলন নামে একটি সংগঠনের আহ্বায়ক বেলাল আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘কর্তৃপক্ষের অবহেলার কারণে জনগুরুত্বপূর্ণ অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি অকেজো হওয়ার পথে। এটি চালু হলে অনেক রোগীও ঢাকায় উন্নত চিকিৎসা নিতে পারবেন।
‘কী কারণে এটা চালু হচ্ছে না, তা আমরা বুঝতে পারছি না। আমরা দ্রুত এটির চালুর দাবি করছি।’
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, ‘অ্যাম্বুলেন্সের ভিতরে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় প্রয়োজন। এ জন্য জনবল চেয়ে চিঠি দিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই একটা কমিটি গঠন করে দিয়েছি। কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’