মানিকগঞ্জের সিংগাইরে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর এলাকা থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
১৮ বছর বয়সী বিজয় হোসেন বিজয় উপজেলার তালেবপুর এলাকার আহমদ আলীর ছেলে। সে স্থানীয় তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক দুপুরে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজয়কে ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় পরিবারের সদস্যরা। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।