সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাটিতে আছাড় মেরে ৩ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ভোরে রামারচর গোজা সেতু এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুর বাবা রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
এজাহারের বরাতে তিনি জানান, প্রায় ৩ বছর আগে চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার সঙ্গে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়।
রঞ্জু মিয়ার অতিরিক্ত মাদক সেবন ও বার বার যৌতুকের চাপ দেয়া নিয়ে তাদের মধ্যে কলহ হয়। একপর্যায়ে গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি বাবার বাড়ি চলে যান। সেখানেই শিশু রাইসার জন্ম হয়।
পরে উভয় পরিবারের মধ্যে আলোচনা করে গত মঙ্গলবার রাতে ৩ মাসের রাইসাসহ জান্নাতিকে বাড়িতে নিয়ে আসে রঞ্জু। বুধবার দুপুরে রাইসাকে ঘুম পাড়িয়ে জান্নাতি গোসল করতে যায়।
এ সুযোগে রঞ্জু মিয়া শিশু রাইসাকে মাটিতে আছাড় দেয় ও লাথি মারে। এতে ঘটনাস্থালেই রাইসা মারা যায়। ঘটনার পর রঞ্জু পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাইসার দাদা, দাদি ও ফুপুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
পরে শিশুর মা জান্নাতি সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলার বিষয়ে জেনে র্যাব ১২ তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করে। তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।