রমজান মাসে পুঁজিবাজারে লেনদেন সময় আধা ঘণ্টা কমছে।
ব্যাংকের লেনদেন সময়ের সঙ্গে মিল রেখে আসন্ন রমজানে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমিয়ে সকাল ১০টা থেকে ২টা নির্ধারণ করা হয়েছে।
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনা দুই স্টক এক্সচেঞ্জ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পাঠিয়েছে।
বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবিরের সই করা নির্দেশনায় বলা হয়, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।
সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংক ওই আদেশের আলোকে বুধবার এক নির্দেশনায় রোজায় ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে।