দুর্নীতির অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড পাওয়া নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেনকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০ এর ১০ নং ধারার (১)(গ) উপ-ধারাতে উল্লেখ রয়েছে, চেয়ারম্যান বা কোনো সদস্য তার নিজ পদ থেকে অপসারণযোগ্য হবেন, যদি তিনি দুর্নীতি বা অসদাচরণ বা নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হন।
জেলা পরিষদ আইন, ২০০০ এর ১০ নং ধারার (১)(গ) উপ-ধারা অনুযায়ী সোহরাবকে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ১৭ ফেব্রুয়ারি সোহরাবসহ ১১ জনকে দুর্নীতির মামলায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেয় আদালত।