বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে এমএলওএস নিয়ে আসছে ডিবিআই এবং ব্রেইনটয়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ মার্চ, ২০২২ ২১:০৩

ডিবিআই’র ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার মণ্ডল বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

বাংলাদেশের বাজারে মেশিন লার্নিং অপারেটিং সিস্টেম (এমএলওএস ) এবং এর সেবা নিয়ে আসছে ডিবিআই এবং ব্রেইনটয়।

বাংলাদেশভিত্তিক মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ডিবিআই রিসার্চ লিমিটেড এবং কানাডার প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ব্রেইনটয়ের মধ্যে সম্প্রতি এ বিষয়ে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় ডিবিআই (ডিজিটাল বিজনেস ইন্টেলিজেন্স) বাংলাদেশে ব্রেইনটয়ের মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত পণ্য এবং সেবাগুলো প্রচার ও বাজারজাতকরন প্রক্রিয়ায় যুক্ত থাকবে।

এছাড়াও ডিবিআই লার্নিংয়ের ব্যনারে যৌথভাবে মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনে চুক্তিবদ্ধ হয়েছে এই দুটি প্রতিষ্ঠান।

এই বিষয়ে ডিবিআই’র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও প্রণব কুমার মণ্ডল বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ভবিষ্যৎ বিবেচনায় মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুমিকা অপরিশীম এবং আমরা আশা করছি ডিবিআই এবং ব্রেইনটয় যৌথভাবে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে।’

ডিবিআই’র চিফ অপারেটিং অফিসার শাহরিয়ার রহমতূল্লাহ বলেন, ‘মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতোমধ্যে বাংলাদেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয় কর্মপরিচালনা, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহন ও অন্য আরো অনেক ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে শুরু করেছে। আমরা খুশি যে, বাংলাদেশের এই প্রযুক্তিগত বিবর্তনে অবদান রাখার সুযোগ পাচ্ছি এবং এর মাধ্যমে আমরা আমাদের বাজার গবেষণার সেবাগ্রহীতাদের আরো উন্নত সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’

অন্যদিকে ব্রেইনটয় তাদের অন্যতম পণ্য মেশিন লার্নিং অপারেটিং সিস্টেমের (এমএলওএস) মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে লো কোড/নো কোড প্লাটফর্মে সবার জন্য সহজতর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কানাডা ভিত্তিক কোম্পানিটি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এমএলওএসের মাধ্যমে ব্যবসায়িক ব্যয় হ্রাস, সক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি লাভজনক ব্যবসা পরিচালনায় ভূমিকা রাখছে।

এ বিভাগের আরো খবর