পুলিশের মহাপরিদর্শক-আইজিপি বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।
বুধবার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ আহ্বান জানানো হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘স্থায়ী কমিটির সভায় আইজিপি ও ডিএমপি কমিশনারের সাম্প্রতিক ঔদ্ধত্যপূর্ণ উক্তি, অপেশাদারি আচরণ, হুমকি ও অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ধরনের মন্তব্য শুধু শিষ্টাচারবিবর্জিত নয়, তা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ ধরনের বক্তব্যের জন্য অবিলম্বে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়।’
প্রসঙ্গত, আইজিপি বেনজীর আহমেদ ২৬ মার্চ এক অনুষ্ঠানে বলেন, ‘‘দেশের বিরুদ্ধে একশ্রেণির রাজনীতিক ষড়যন্ত্র করছে। তারা দেশে পোশাকশিল্পে থাকা জিএসপি সুবিধা বন্ধ করতে বিদেশে লবিস্ট নিয়োগ দিয়েছে। রাজনীতিক হয়ে জনগণের বিরুদ্ধে এমন ‘যুদ্ধ ঘোষণা’ কারা করেন?
‘রাজনীতি করেন জনগণের জন্য। আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেন। আপনারা কারা? হু আর ইউ? কী চান আপনারা?’’
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম পৃথক এক অনুষ্ঠানে বলেন, ‘আমাদের একটা পার্টির সিনিয়র নেতারা বলা শুরু করেছেন, তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা। এটা হাস্যকর। যাকে তার স্বামী পরিত্যক্ত করেছিল পাকিস্তানের ওখানে কী করছ...। সেটা আর না বলি। কিন্তু সত্য জিনিস যেটা সেটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট।’