খুলনা মহানগরীতে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩ কোটির বেশি টাকা আত্মসাৎ মামলায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
নগরীর দৌলতপুর থেকে সোমবার বিকেলে তাদের আটক করা হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন এস এম শরিফুল ইসলাম বনি ও তার স্ত্রী সালমা আক্তার। খুলনার দৌলতপুরে তাদের শাহারবানু সমাজ কল্যাণ সংস্থা নামের একটি সমবায় প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে তারা মানুষের টাকা আত্মসাৎ করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তারা একটি নামধারী প্রতিষ্ঠান খুলে নানাজনকে প্রলোভন দিয়ে ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এমন ১০ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এস এম আজাহারুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা বাসাবাড়ি বিক্রি করে বিদেশ পালিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে পাসপোর্টও বানিয়েছেন, যা পুলিশ জব্দ করেছে।
তিনি বলেন, আসামিদের আদালতে তোলার প্রস্তুতি চলছে।