চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা।
বরিশাল
নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আলাদাভাবে বুধবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি পালন করে।
দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম বলেন, ‘অনির্বাচিত সরকার দেশ চালায় বলে সর্বক্ষেত্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এ কারণে গরিব ও অসহায় মানুষ ঠিকমতো খেতে পারছে না।
‘এই সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে সরকার গঠন হলে দেশে দুর্নীতি থাকবে না এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি থেকে মানুষ রেহাই পাবে।’
প্রতীকী অনশন বেলা ৩টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মজিবুল হক নান্টু।
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক আইনজীবী হাসিবুর রহমান, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইঁয়া, মাইন উদ্দিন রিয়াজ, আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকনসহ অনেকেই।
এ সময় জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর
দ্রব্যের লাগামহীন দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে পিরোজপুর জেলা বিএনপি সকাল ১০টায় প্রতীকী অনশন করেছে।
বিএনপি কার্যালয় চত্বরে জেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আকনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ওয়াহেদুজ্জামান লাভলু ও সহসাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন রানা।
বক্তারা বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা বিএনপি বেলা ১১টার দিকে শহরের কামালনগরের কমিউনিটি সেন্টারের সামনে প্রতীকী অনশন করে।জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের সঞ্চালনায় প্রতীকী অনশনে বক্তব্য দেন আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
আরও বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা কৃষকদলের সদস্য সচিব মো. শাহিন আলি, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সহসভাপতি হাসান শাহরিয়ার রিপন ও সদস্য সচিব তাজকিন আহমেদ চিশতিসহ অনেকে।
নরসিংদী
নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনশন কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের সভাপতিত্বে জেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপু ও দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চুসহ অনেকে।
নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে খায়রুল কবীর খোকন বলেন, ‘এই সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশব্যাপী নিত্যপণ্যের অব্যাহত দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকারটুকু থেকেও বঞ্চিত হচ্ছে। সরকারের সমালোচনা করলে হামলা ও মামলা চালানো হচ্ছে।’
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন বরিশাল থেকে তন্ময় তপু, লক্ষ্মীপুর থেকে আব্বাছ হোসেন, পিরোজপুর থেকে ইমন চৌধুরী, নরসিংদী থেকে খন্দকার শাহিন।