ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্ব কামদেবপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন।
৩৭ বছরের কৃষক মো. লিটন তালুকদার একই গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাতে তিনি জানান, অনেক দিন ধরে লিটনের ক্ষেতের ফসল নষ্ট করছিল ইঁদুর। ইঁদুর মারতে জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন লিটন। ফাঁদে বৈদ্যুতিক সংযোগ আছে কি না তা পরীক্ষা করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।