বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইজিবাইকচালক ও হাইওয়ে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

  •    
  • ৩০ মার্চ, ২০২২ ০১:১০

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকেল ৫টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের তেল পাম্পের কাছে হাইওয়েতে অবৈধভাবে চলাচল করা ইজিবাইক আটক করতে গেলে চালকরা রাস্তা বন্ধ করে হাইওয়ে পুলিশকে বাধা দেয়।

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকার শরিফুলের তেল পাম্পের কাছে ইজিবাইকচালক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হাইওয়ে পুলিশের পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

মহাসড়কে ইজিবাইক চলাচলবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে। পুলিশ বেশ কিছু ইজিবাইক ও তাদের চালকদের আটক করে। এ সময় চালকরা পুলিশের ওপর চড়াও হয়।

এ বিষয়ে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, বিকেল ৫টার দিকে ঝিনাইদহ ঢাকা মহাসড়কের তেল পাম্পের কাছে হাইওয়েতে অবৈধভাবে চলাচল করা ইজিবাইক আটক করতে গেলে চালকরা রাস্তা বন্ধ করে হাইওয়ে পুলিশকে বাধা দেয়।

ওসি জানান, ঘটনাটি তারা ঝিনাইদহ সদর থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ইজিবাইক চালকদের হটিয়ে দেয়। এ সময় চালকরা জোট হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ৪-৫ জন পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইকচালক সবদুল হোসেন জানান, সড়কে চলাচল করতে গিয়ে হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত হয়রানি করছেন। মামলা দিয়ে চালকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। ইজিবাইক ধরেই মামলা দেয়া হচ্ছে। এতে হতদরিদ্র চালকরা ঋণগ্রস্ত হয়ে পড়ছে। এনজিও থেকে ঋণ নিয়ে জরিমানার টাকা পরিশোধ করছেন।

এ বিভাগের আরো খবর