বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে এক কিশোরী।
ওই কিশোরীর নাম লামিয়া আক্তার। সে নগরবাড়ি গ্রামের বাসিন্দা।
তাকে আগৈলঝাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ইমরান সরদারের স্ত্রী লাবনী বেগম তার অসুস্থ দেড় বছরের সন্তানকে নিয়ে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সোমবার রাত ৯টার দিকে অসুস্থ শিশুকে চিপস খাওয়ানোর কথা বলে চুরি করে নিয়ে যাচ্ছিল ওই কিশোরী।
তিনি জানান, এ সময় শিশুর অভিভাবকদের হাতে ধরা পড়ে ওই কিশোরী। এর আগে লামিয়া হাসপাতাল থেকে দুই রোগীর মোবাইল ফোন ও টাকা চুরি করে নিয়ে যায়।
লাবনী বেগম বলেন, ‘ওই কিশোরী সকাল থেকেই হাসপাতালে ঘোরাঘুরি করছিল। তখন আমরা ভেবেছি তার হয়তো কোনো রোগী রয়েছে। আমার শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করি। পরে হাসপাতালের রোগীর স্বজনরা ওই কিশোরীকে আটক করে।
‘হাসপাতাল থেকে আগৈলঝাড়া পুলিশকে খবর দিলে সোমবার রাত ১০টায় এসআই আলী হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই কিশোরীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আরও বলেন, ‘ওই শিশুর পিতা ইমরান সরদার মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া থানায় শিশু অপহরণের চেষ্টার অভিযোগে মামলা করেছেন।’