বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২ চাষির মৃত্যুর কারণ জানতে অপেক্ষা আরও এক মাস

  •    
  • ২৯ মার্চ, ২০২২ ২১:২৫

তদন্ত কমিটির প্রধান আবু জুবাইর হোসেন বাবলু নিউজবাংলাকে বলেন, ‘আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। হাতে সাত দিন সময় আছে। দুজনের মৃত্যুর জন্য কেউ দায়ী হলে অবশ্যই সেটি আসবে।’

রাজশাহীর গোদাগাড়ীতে দুই সাঁওতাল কৃষকের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তাদের মৃত্যুর জন্য কেউ দায়ী কি না তা খতিয়ে দেখছে কমিটির সদস্যরা।

অন্যদিকে কী পানে তাদের মৃত্যু হয়েছে তার ওপর জোর দিচ্ছে পুলিশ। তদন্ত কর্মকর্তা বলছেন, মামলা কোন দিকে যাবে তা নির্ভর করছে তাদের ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর। তবে এই প্রতিবেদন পেতে আরও অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন ময়নাতদন্ত বিভাগের চিকিৎসকরা।

গোদাগাড়ীর দুজন সাঁওতাল কৃষক অসুস্থ হন বুধবার সন্ধ্যায়। তারা নিজেরাই পরিবারের সদস্যদের জানান, তারা বিষ খেয়েছেন। এর মধ্যে ৩৬ বছর বয়সী অভিনাথ মারান্ডি ওই রাতেই বাড়িতে মারা যান। আর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তার দূর সম্পর্কের চাচাতো ভাই ২৭ বছর বয়সী রবি মারান্ডি।

এই দুই কৃষকেরই বাড়ি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামে। অভিনাথ ও রবির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অনেক ঘুরেও গভীর নলকূপ থেকে সেচের পানি পাচ্ছিলেন না তারা। তাই ক্ষোভে ওই নলকূপের সামনেই দুজনে বিষ পান করেন।

যা বলছে তদন্ত কমিটি

কৃষকদের মৃত্যুর ঘটনা তদন্তে রোববার কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখ চার সদস্যের তদন্ত কমিটি করে দেন।

মঙ্গলবার সকালে কমিটির সদস্যরা প্রথমে ওই গ্রামে বিএমডিএর গভীর নলকূপটি পরিদর্শন করেন। পরে তারা দেওপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে বসে কয়েকজনের সাক্ষ্য নেন।

কমিটির সদস্যরা মৃত কৃষক অভিনাথ মারান্ডি এবং তার চাচাতো ভাই রবি মারান্ডির জমি পরিদর্শনেও যান।

এরপর তদন্ত কমিটির সদস্যরা অভিনাথের বাড়ির সামনে গিয়ে দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। মৃতের পরিবারের সদস্যরা এদিনও অভিযোগ করেন, সেচের পানি না দেয়ার কারণে দুই কৃষক আত্মহত্যা করেছেন।

তবে ইউপি কার্যালয়ে সাক্ষ্য দেয়া স্থানীয় কয়েকজন তদন্ত দলের কাছে দাবি করেন, পানি নিয়ে কোনো সমস্যা নেই। সাওতাঁল কৃষকরা দেশীয় মদ পান করতেন। এ কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

মৃত রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডিও জানান, তারা মদ-তাড়ি খেতেন।

তদন্ত কমিটির প্রধান আবু জুবাইর হোসেন বাবলু নিউজবাংলাকে বলেন, ‘আমাদের তদন্ত এখনও শেষ হয়নি। হাতে সাত দিন সময় আছে। দুজনের মৃত্যুর জন্য কেউ দায়ী হলে অবশ্যই সেটি আসবে।’

ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, মূলত পুলিশ আগে নিশ্চিত হতে চায় তারা দুজন কী খেয়ে মারা গেছেন। তারা বিষ পানেই আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু খেয়েছিলেন। কারণ জানার ওপর নির্ভর করছে এই মামলা কোন দিকে যাবে।

রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিন বলেন, ‘আমারা মৃতের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করেছি। কী খেয়ে তারা মারা গেছেন এটা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন ভিসেরা রিপোর্ট। এটি আমাদের এখানে হয় না। ভিসেরা রিপোর্ট করার জন্য নমুনা পাঠাতে হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। মামলার তদন্ত কর্মকর্তার মাধ্যমে আমরা সেখানে নমুনা পাঠব। সেই রিপোর্ট এলে আমাদের আরও যেসব তথ্য-উপাত্ত সেগুলো মিলিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন দেয়া হবে।’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার নমুনা সিআইডি ল্যাবে জমা দেয়া হচ্ছে।

সিআইডির রাজশাহী ফরেনসিক ল্যাবের রাসায়নিক পরীক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমরা দুই ব্যক্তির নমুনা এখনও পাইনি। নমুনা পাওয়ার পর পরীক্ষা করে আমরা নিশ্চিত করে বলতে পারব মৃত্যুর কারণ কী।’

এ জন্য কেমন সময় লাগতে পারে জানতে চাইলে তিনি জানান, প্রায় এক মাস সময় লাগতে পারে।

একমাত্র আসামি পলাতক

স্বামীর মৃত্যুর ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম এবং রবির ভাই সুশীল মারান্ডি গভীর নলকূপের অপারেটর ইউনিয়ন কৃষক লীগ নেতা সাখাওয়াত হোসেনের নামে দুটি মামলা করেছেন।

গোদাগাড়ী থানায় আত্মহত্যা প্ররোচনার এই মামলার পর থেকেই পলাতক সাখাওয়াত হোসেন। সাখাওয়াত ধরা না পড়ার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন স্থানীয় সাঁওতালরা। এ জন্য গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের প্রত্যাহারের দাবিও করছেন তারা। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান নিউজবাংলাকে জানান, মামলার একমাত্র এই আসামিকে ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

এ বিভাগের আরো খবর