রাজধানীর রামপুরা টিভি সেন্টারের পাশে একটি গার্মেন্সে অ্যালুমিনিয়ামের মালামাল ভ্যান থেকে নামিয়ে ভবনের উপরে ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই ভ্যানচালকের নাম মেহেদী হাসান। তার বয়স ৩৫ বছর।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মেহেদীকে মৃত ঘোষণা করেন।
ওই গার্মেন্টসের কর্মী আব্দুল্লাহ বলেন, ‘মেহেদী তার ভ্যানে করে থাই অ্যালুমিনিয়ামের মালামাল নিয়ে আসেন। ওই মালগুলো কারখানার চারতলায় ওঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’
মেহেদী পটুয়াখালীর সদর উপজেলার পূর্ব আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর রামপুরার উলন এলাকায় থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’