৩৮ ও ৪২তম বিসিএসে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্যে থেকে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তৃতীয় দফায় ৯৫৫ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের আবেদনপত্র আগামী ১৭ এপ্রিলের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে, তা না হলে প্রার্থীতা বাতিল হবে।
মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।
এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ নিউজবাংলাকে বলেন, ‘৩৮ ও ৪২তম বিসিএস থেকে মোট ৯৫৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।’
যেসব পদে সুপারিশ
৩৮তম বিসিএস থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ২৫৩ জন, সহকারী সমাজসেবা অফিসার পদে ২৯ জন, শ্রম পরিদর্শক পদে ৩০ জন, ফিল্ড ইনভেস্টিগেটর পদে ৮ জন, গবেষণা সহকারী পদে ৫ জন, ডেপুটি জেলার পদে ১৯ জনকে সুপারিশ করা হয়।
এ ছাড়া ৪২তম বিসিএস (বিশেষ) থেকে সহকারী সার্জন ১৬ জন, ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ৯ জন, প্যাথলজিস্ট ৬ জন, রেডিওলোজিস্ট ৫ জন, অ্যাসিসটেন্ট রেজিস্ট্রার ৬ জন, মেডিক্যাল অফিসার ৪৮২ জন, সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ১৫ জনকে সুপারিশ করা হয়।