রাজধানীতে বাসের ধাক্কায় রিকশা-আরোহী এক নারী নিহত হয়েছেন। তার দুই মেয়েও আহত হয়েছেন এ ঘটনায়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১৪ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই মামুন জানান, শাবানা ইয়াসমীন দুই মেয়েকে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় করে যাচ্ছিলেন। মিরপুর ১৪ নম্বর ডেন্টাল হাসপাতালের সামনে ইউটার্ন নেয়ার সময় ট্রাস্ট ট্রান্সপোর্টের একটি বাস ওই রিকশাকে ধাক্কা দেয়। শাবানা রিকশা থেকে ছিটকে পড়েন।
তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
চিকিৎসক জানিয়েছেন, নিহতের দুই মেয়ে ১০ বছরের ওহি ও আট বছরের রাহির আঘাত গুরুতর নয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা দুজনেই বিএন স্কুলের শিক্ষার্থী।
নিহত ৩১ বছর বয়সী শাবানা বিআরবি কলোনি, বি-৩৭ নম্বর বাসায় ষষ্ঠতলায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।