চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মনিরা খাতুন নামে এক ছাত্রী নিহত হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাট পুকুরিয়া এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।স্কুলছাত্রী নিহত হওয়ার পর স্থানীয়রা কানসাট পুকুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নিহত মনিরা খাতুন কানসাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের মমিন আলীর মেয়ে ও পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, স্কুল থেকে দুপুরে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় সে। পরে ট্রাক রেখে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।
শিবগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
স্কুলছাত্রী নিহত হওয়ার পর স্থানীয়রা কানসাট পুকুরিয়া এলাকায় সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
ট্যাগ:
- দুর্ঘটনা
এ বিভাগের আরো খবর/p>