খুলনায় মাহিন্দ্রাচালক হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
খুলনা মহানগর অতিরিক্ত দায়রা ও জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিতরা হলেন কিশোরগঞ্জের ইলচ্চা বাজারের সাদির চর গ্রামের নূর ইসলাম, একই এলাকার জনি দাস, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ফল সমস্যা বাজার এলাকার রনি শিকদার এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার মাসুদ রানা মোল্লা।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ জানান, নিহত ওহিদুর রহমান রিপনের বাড়ি সাতক্ষীরার লাবশা এলাকায়। ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে তিনি মাহিন্দ্রা নিয়ে বের হন। পরদিন লবণচরা থানার একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানি থেকে চারজনকে আটক করে পুলিশ।
১৩ জানুয়ারি ওহিদুরের ছোট ভাই শেখ শহিদুল ইসলাম চারজনের নামে লবণচরা থানায় মামলা করেন।
আসামিদের স্বীকারোক্তির বরাতে সাব্বির জানান, মাহিন্দ্রা ছিনতাইয়ের জন্য ১১ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা তাদের পরিকল্পনা অনুযায়ী খুলনা যাওয়ার জন্য ওহিদুরের মাহিন্দ্রা ভাড়া করে। লবণচরা এলাকায় মাসুদ ও রনি ওহিদুরের শ্বাসরোধের চেষ্টা করে।
শ্বাসরোধে মৃত্যু না হলে নূর ইসলাম তাকে ছুরিকাঘাত করে। ওহিদুরের মৃত্যু হলে তারা মাহিন্দ্রা নিয়ে পালিয়ে যায়।
আইনজীবী সাব্বির বলেন, ‘১৫ জনের স্বাক্ষ্য নেয়া শেষে আদালত চারজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে। তবে আসামিরা সবাই জামিনে পলাতক।’