সরাসরি শিপিং লাইন ব্যবহার করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য আর পর্যটন প্রসারে গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ-শ্রীলংকা। এক্ষেত্রে কলম্বো বন্দরে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা চালুর ইচ্ছা প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শ্রীলংকার পররাষ্ট্র সচিব অ্যাডমিরাল (প্রফেসর) জয়ানাথ কলম্বাগের সঙ্গে সোমবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
২২তম বিমসটেক সিনিয়র অফিসিয়াল সভায় অংশগ্রহণের জন্য পররাষ্ট্র সচিব বর্তমানে কলম্বোতে রয়েছেন
দ্বিপাক্ষিক বৈঠকে দুই পররাষ্ট্র সচিব কোভিড-১৯ মহামারি সত্ত্বেও দুদেশের মধ্যে চলমান নিবিড় সম্পর্ক ও যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তিকে অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন শ্রীলংকার পররাষ্ট্র সচিব। তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনায় দুই পররাষ্ট্র সচিব সরাসরি শিপিং লাইন ব্যবহার করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন প্রসারের ওপর গুরুত্ব দেন। এক্ষেত্রে কলম্বো বন্দরে বাংলাদেশের জন্য বিশেষ সুবিধা প্রচলনের জন্য পররাষ্ট্র সচিব শ্রীলংকার পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানান। এছাড়া মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও বাংলাদেশের ট্রানজিট যাত্রীদের জন্য বিমানের টিকিটের দাম কমানোর বিষয়ে তিনি শ্রীলংকান পররাষ্ট্র সচিবের দৃষ্টি আকর্ষণ করেন।
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ফোরামের সভা দ্রুত সম্পাদন এবং অনুষ্ঠানের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বেগবান করার ওপরও গুরুত্ব আরোপ করেন দুই পররাষ্ট্র সচিব। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সম্পর্কের বর্তমান ধারা অব্যাহত রাখতে ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার বিষয়ে তারা অঙ্গীকার ব্যক্ত করেন।