নীলফামারীর ডিমলায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ সোমবার দুপুরে এই রায় দেন বিচারক মাহাবুবার রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রামেন্দ্র বর্ধণ বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেছেন।
আসামির নাম সিরাজুল ইসলাম। তার বাড়ি ডিমলার পূর্ব ছাতনাই ইউনিয়নের দক্ষিণ ঝাড়সিংহেশ্বর এলাকায়।
২০১৯ মালের ১০মার্চ দুপুরে এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন সিরাজুল। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে নিলে সিরাজুল পালিয়ে যান।
মেয়েটিকে পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় পরদিন থানায় মামলা করেন মেয়েটির বাবা। পুলিশি তদন্তে গ্রেপ্তার হন সিরাজুল।