বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লালমনিরহাটে জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ১৬:১৩

কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে অস্ত্র আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি এ মামলায় যতদিন জেল খেটেছেন, তা সাজা থেকে বাদ যাবে।’

লালমনিরহাটে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান সোমবার দুপুর দেড়টার দিকে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ড পাওয়া রুহুল আমিন বাবুর বাড়ি পাটগ্রামের সমশেরপুর মুন্সীরহাট এলাকায়।

পিপি জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম শহর এলাকার রসুলগঞ্জ কলেজ রোডের একটি স মিল থেকে অভিযান চালিয়ে জেএমবি সদস্য রুহুল আমীন বাবুকে আটক করে র‍্যাব-১৩। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি উগ্রবাদী ও আড়াই শ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়।

পরে তার নামে পাটগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র‍্যাব। দীর্ঘ শুনানী শেষে সোমবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করে আদালত।

পিপি বলেন, ‘অস্ত্র আইন ১৮৭৮ এর ১৪ ধারা (১৯ এফ) ও ১৯ (এ) ধারায় রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।’

কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম নিউজবাংলাকে বলেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে অস্ত্র আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি এ মামলায় যতদিন জেল খেটেছেন, তা সাজা থেকে বাদ যাবে।’

এ বিভাগের আরো খবর