বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ১৫:২২

কলারোয়া থানার ওসি নাছির উদ্দীন মৃধা বলেন, ‘সেঁজুতিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তার হাত বেঁধে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। এরই মধ‍্যে পুলিশ কিছু ক্লু উদ্ধার করেছে। হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’

সাতক্ষীরার কলারোয়ায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার জালালাবাদ গ্রামের একটি ধানক্ষেতের পাশের নালা থেকে সোমবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।

ওই স্কুলছাত্রীর নাম সেঁজুতি খাতুন। সে জালালাবাদ গ্রামের সোহারাব হোসেনের মেয়ে। ১৫ বছরের সেঁজুতি কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ‍্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মৃধা।

সেঁজুতির বাবা সোহারাব হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে তার মেয়ে নিখোঁজ হয়। মেয়েকে খুঁজে না পেয়ে ওই রাতেই তিনি কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে জালালাবাদ গ্রামের ধানক্ষেতের পাশে একটি নালা থেকে সেঁজুতির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি নাছির উদ্দীন মৃধা বলেন, ‘মেয়েটিকে বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তার হাত বেঁধে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। এরই মধ‍্যে পুলিশ কিছু ক্লু উদ্ধার করেছে। হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর