রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ‘শ্যুটার’ মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে হেফাজতে নিয়ে সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ। আসামির পক্ষে ছিলেন আইনজীবী শাহনাজ বেগম মনি।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘আসামি একজন পেশাদার খুনি। তিনি আওয়ামী লীগ নেতা টিপুকে ষড়যন্ত্র ও সলাপরামর্শ করে মাস্টারমাইন্ডদের সঙ্গে মিলে তাদের নির্দেশে হত্যা করেছেন।
‘তার ব্যবহৃত অস্ত্র ও খুনের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার হয়নি। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা প্রয়োজন। এ ছাড়া তার চালানো গুলিতে একজন নিরীহ কলেজছাত্রী নিহত হয়েছেন, যা খুবই দুঃখজনক।
আসামির পক্ষে আইনজীবী শাহনাজ বেগম বলেন, ‘আসামি নির্দোষ, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তাই তার রিমান্ড আবেদন বাতিল ও জামিন প্রার্থনা করছি। আসামিকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে। তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছেন না।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিকে পেশাদার খুনি আখ্যা দিলে আসামির আইনজীবী প্রতিবাদ করেন। এ সময় তিনি আসামিকে নির্দোষ বলে দাবি করলে বিচারক জিজ্ঞাসা করেন, ‘আপনার আসামি কী করেন? তখন আসামিপক্ষের আইনজীবী আসামিকে ডেকে জিজ্ঞাসা করেন এই তুমি কী করো? আসামি নিরুত্তর থাকেন।
এর আগে রোববার মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এদিন ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ জানিয়েছেন হত্যাকাণ্ডের তিন দিন আগে টার্গেট ব্যক্তির (টিপু) নাম পান তিনি। আকাশ টিপুকে সরাসরি গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
হত্যাকাণ্ডের পর মাসুম দেশ ত্যাগ করতে সীমান্ত এলাকায়ও চলে গিয়েছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা বিভাগ।
গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ও ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।
২০১৩ সালের ২৯ জুলাই রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে খুন হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী। আলোচিত এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন টিপু।