বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরই বাগানের ড্রেনে স্কুলছাত্রীর মরদেহ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ মার্চ, ২০২২ ১৩:২৪

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, ‘মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে। ধারণা করছি, অন্য কোথাও হত্যা করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

সাতক্ষীরার কলারোয়ায় বরই বাগানের ড্রেন থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার জালালাবাদ গ্রামের মাস্টার পাড়া এলাকার একটি বরই বাগান থেকে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দীন মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া সাচিতা হোসেন সেঁজুতি জালালাবাদ গ্রামের সোহরাব হোসেন পলাশের মেয়ে। সে কলারোয়া পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

সোহরাব হোসেন পলাশ বলেন, ‘রোববার মেয়ে (সেঁজুতি) স্কুলে গিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। সারাদিন তাকে না পেয়ে রাতে আমি কলারোয়া থানায় জিডি করি।’

তার ধারণা, প্রেমের সম্পর্কের জেরে তার মেয়েকে হত্যা করা হয়েছে। বলেন, ‘আমার মেয়ের সঙ্গে প্রতিবেশি এক ছেলের এক বছর আগে থেকে প্রেমের সম্পর্ক। সে কলারোয়া সরকারি কলেজে পড়ে।

‘আমি তাদের এই সম্পর্ক মেনে নেইনি। এ নিয়ে সালিশ-বিচারও হয়েছে। ধারণা করছি, সে আমাকে শিক্ষা দিতে আমার মেয়েকে হত্যা করেছে।’ বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ওই কলেজছাত্রের বাবা নিউজবাংলাকে বলেন, ‘আমার ছেলে সারাদিন বাড়িতে থাকে। গতকালও (রোববার) বাড়িতেই ছিল। কখন হত্যা করল, আর তার সঙ্গে যদি সম্পর্কই থাকে তাহলে হত্যা করবে কেন?’

এ বিষয়ে ওসি নাসিরউদ্দীন মৃধা বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

মেয়েটির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার আলামত মিলেছে জানিয়ে তিনি বলেন, ‘ধারণা করছি, অন্য কোথাও হত্যা করে তাকে এখানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

এ বিভাগের আরো খবর