বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেঁয়াজ আমদানির সময় বাড়ছে আরও এক মাস

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ১০:২১

বর্তমানে পেঁয়াজের আমদানি অনুমতি ইস্যু কার্যক্রমের সময়সীমা ২৯ মার্চ পর্যন্ত নির্ধারিত আছে। আমদানির সময়সীমা বাড়ানো হলে বিদ্যমান সুযোগের আওতায় পেঁয়াজ আমদানিকারকরা আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশে পেঁয়াজের আইপি ইস্যু কার্যক্রম চালাতে পারবেন। একই সঙ্গে এলসি খুলতে পারবেন। এতে রমজানে দেশে পেঁয়াজের চাহিদা স্বাভাবিক ও দাম স্থিতিশীল থাকবে।

রমজান মাসকে সামনে রেখে বাড়ছে পেঁয়াজের চাহিদা। এমন পরিস্থিতিতে দেশে নিত্যপণ্যটির বাড়তি চাহিদার সঙ্গে সরবরাহ চেইন স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখতে এর আমদানির সময়সীমা আরও এক মাস বাড়াতে চায় বাণিজ্য মন্ত্রণালয়।

বর্তমানে পেঁয়াজের আমদানি অনুমতি (ইমপোর্ট পারমিশন/আইপি) ইস্যু কার্যক্রমের সময়সীমা আগামীকাল ২৯ মার্চ পর্যন্ত নির্ধারিত আছে।

আমদানির সময়সীমা বাড়ানো হলে বিদ্যমান সুযোগের আওতায় পেঁয়াজ আমদানিকারকরা আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশে পেঁয়াজের আইপি ইস্যু কার্যক্রম চালাতে পারবেন। একই সঙ্গে এলসি খুলতে পারবেন। এতে রমজানে দেশে পেঁয়াজের চাহিদা স্বাভাবিক ও দাম স্থিতিশীল থাকবে।

রোববার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের কাছে একটি আধা সরকারি পত্র (ডিও) পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি শাখার উপসচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘দেশের চাহিদাকৃত পেঁয়াজ আংশিক আমদানিনির্ভর ও একটি নিত্যপ্রয়োজনীয় পচনশীল পণ্য। বর্তমানে প্রায় ২৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসে চাহিদা রয়েছে প্রায় চার থেকে সাড়ে চার লাখ মেট্রিক টনের। সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ ক্ষতি ব্যতীত প্রায় ৬-৭ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। নিকট অতীতে এ পণ্যটির বাজার বেশ কয়েকবার অস্থিতিশীল হয়েছে। বর্তমানে ২৯ মার্চ ২০২২ পর্যন্ত পেঁয়াজের আইপি ইস্যু চলমান থাকায় বাজারমূল্য সাম্প্রতিক সময়ে আগের তুলনায় স্থিতিশীল রয়েছে।’

চলতি বছর ২৯ মার্চের পর আইপি ইস্যু না করলে পেঁয়াজের বাজার আকস্মিক অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন রমজান মাসকে উপলক্ষ করে পেঁয়াজের সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখা প্রয়োজন।

প্রজ্ঞাপনে পেঁয়াজের সরবরাহ চেইন স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আইপি ইস্যু অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অভ্যন্তরীণ বাণিজ্য ও আমদানি) এ এইচ এম সফিকুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় চায় রমজানের পেঁয়াজসহ সব ধরনের নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক থাকুক। পেঁয়াজ এগুলোর মধ্যে অন্যতম একটি পণ্য।

‘রমজানে সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য পণ্যের একটি হচ্ছে পেঁয়াজ। বাড়তি চাহিদার সঙ্গে বাজারে যাতে স্বাভাবিক সরবরাহ বজায় থাকে এবং দাম স্থিতিশীল থাকে, সেই চেষ্টার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই পেঁয়াজের আইপি ইস্যুর সময়সীমা বাড়ানো দরকার।’

এ বিভাগের আরো খবর