বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশও আমাদের পেছনে ফেলেছে: ইমরান

  •    
  • ২৮ মার্চ, ২০২২ ০১:৪৫

গত ৮ মার্চ রাজধানী ইসলামাবাদে বিরোধী দল পিপলস পার্টির লংমার্চ অনুষ্ঠিত হওয়ার পরই সব বিরোধী শক্তি এক হয়ে অনাস্থা প্রস্তাব দাখিল করে। বিরোধী দলগুলোর আত্মবিশ্বাস, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই এর অনেক সংসদ সদস্যও তাদের ডাকা অনাস্থা প্রস্তাবে যোগ দেবে।

পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটকে সামনে রেখে তাদের চোর বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের বিপদাপন্ন প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, ভারত আমাদের সামনে চলে গেছে, এমনকি বাংলাদেশ আমাদের পেছনে ফেলেছে। আর এই সবকিছুই ঘটেছে চোরেরা ক্ষমতায় আসার পর থেকে।

বর্তমানে ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকা ইমরান খান রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন। তিনি দাবি করেন, গত ৩০ বছর ধরে তার দেশ পাকিস্তানকে লুট করছে তিনটি ইঁদুর।

এই ‘তিন ইঁদুর’ বলতে ইমরান খান তার আগে ক্ষমতায় থাকা নেতাদের প্রতি ইঙ্গিত করেছেন।

ইমরান বলেছেন, ‘এই তিন ইঁদুর একজোট হয়ে গত ৩০ বছর এই দেশের রক্ত চুষেছে। দেশের বাইরে তারা মিলিয়ন মিলিয়ন ডলারের সম্পদ গড়েছে।’

ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে তিনি আরও বলেন, ‘তারা চায় ইমরান খান তাদের সামনে নতজানু হোক, যেমনটা জেনারেল পারভেজ মোশাররফ করেছিলেন।’

পাক প্রধানমন্ত্রী দাবি করেন, ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই বিরোধীরা তার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে।

এ সময় আহ্বানে সাড়া দিয়ে সমাবেশে যোগ দেয়া হাজার হাজার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইমরান। সরকার উৎখাতে বিরোধী সংসদ সদস্যদের অনাস্থা ভোটকে সামনে রেখে এই রাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি। দুর্নীতি, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ তুলে এই অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা।

এর আগে সপ্তাহের শুরুর দিকে দেশটির মানশেহরাতে অনুষ্ঠিত এক সমাবেশেও বিরোধীদের ইঁদুর বলে সম্বোধন করেছিলেন ইমরান খান। সে সময় তিনি বলেছিলেন, ‘তিনটি ইঁদুর আমাকে শিকারের চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, তারা নিজেরাই শিকারে পরিণত হতে যাচ্ছে। আমি তাদের পরাজিত করব।’

গত ৮ মার্চ রাজধানী ইসলামাবাদে বিরোধী দল পিপলস পার্টির লংমার্চ অনুষ্ঠিত হওয়ার পরই সব বিরোধী শক্তি এক হয়ে অনাস্থা প্রস্তাব দাখিল করে। বিরোধী দলগুলোর আত্মবিশ্বাস, ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইর অনেক সংসদ সদস্যও তাদের ডাকা অনাস্থা প্রস্তাবে যোগ দেবে।

তবে ইমরান খান অবশ্য নিজ দলের সংসদ সদস্যদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন, যেন তারা লোভে না পড়েন, নিজেদের সর্বনাশ ডেকে না আনেন।

এ বিভাগের আরো খবর