নরসিংদীর শিবপুর উপজেলায় সড়কের পাশ থেকে কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রাম থেকে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ১৩ বছরের মিলন মিয়া রিকশা চালাত। মিলন নীলফামারির ডিমলা উপজেলার নাওতারা এলাকার মোরশেদুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করে তার পরিচিত রিকশাচালকরা।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।
স্থানীয়দের বরাতে ওসি জানান, সকালে কামারগাঁও গ্রামের শেরপুর এলাকার একটি সড়কের পাশে ওই কিশোরের মরদেহ পরে থাকতে দেখেন পথচারীরা। তার পরনে কালো জিনস, গায়ে টি-শার্ট ও হাতে একটি ব্রেসলেট ছিল।
সড়কের পাশে ধানখেতে কিশোরের মরদেহটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করে।
পরে সদর হাসপাতালে মিলনের পরিচিত রিকশাচালকদের সঙ্গে কথা বলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। তারা জানান, মিলন নীলফামারীর আরও কয়েকজন পরিচিত ব্যক্তির সঙ্গে নরসিংদী শহরের শাপলা চত্বর বাসাইল এলাকার একটি মেসে ভাড়া থেকে রিকশা চালাত।
ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, ‘মরদেহের সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা। আইনি প্রক্রিয়ার মাধমে এ হত্যার রহস্য উদঘাটন চলছে।’