রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সেলিনা খাতুন নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সেলিনা বারডেম হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) অনাথ মিত্র বলেন, ‘আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে ওই বাসার দ্বিতীয় তলায় দুটি দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই সেলিনাকে। রশি কেটে নামানো হয় তার মরদেহ।’
বড় মগবাজারে সেলিনার বাড়ির মালিক আক্তার হোসেন বলেন, ‘তিন মাস আগে সেলিনা ও তার স্বামী জুয়েল আমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তার স্বামী জুয়েল আমাদের জানান, সেলিনা রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। ডাকাডাকির পরে দরজা না খুললে ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে বাসার দুটি দরজা ভেঙে ভেতরে ঢোকে। তখন ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সেলিনার মরদেহ উদ্ধার করে পুলিশ।’
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানান এসআই অনাথ মিত্র।
তিনি বলেন, ‘সেলিনার স্বামী প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’