নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, স্লোগান দেয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করেছেন।
চট্টগ্রামে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে রোববার বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্য রাখছিলেন। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, স্লোগান দেয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এই বিশৃঙ্খলা থামানোর চেষ্টা করেছেন।
এর আগে বেলা ২টা থেকে পলোগ্রাউন্ড মাঠে মুক্তিযুদ্ধের সূচনা সমাবেশের আয়োজন করে বিএনপি। শুরুতে কালুরঘাটে এই সভার আয়োজন করার কথা থাকলেও পুলিশের বাধার মুখে তা এই মাঠে আয়োজন করা হয়।
কেন্দ্রীয় নেতাদের সামনে বিএনপির সমাবেশে মারামারি
এ বিভাগের আরো খবর/p>