স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে তৈরি করা ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ এসএসএফ হেডকোয়ার্টারে রোববার সকালে সশরীরে হাজির হয়ে কর্নারটির উদ্বোধন করেন তিনি।
মুজিব কর্নারে জাতির পিতার আবক্ষ ভাস্কর্য স্থাপনের পাশাপাশি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা সময়ের আলোকচিত্র স্থান পেয়েছে। আছে ডিজিটাল ডিসপ্লেও। জাতির পিতার রচিত বইয়ের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর রচিত নানা ধরনের বই স্থান পেয়েছে এই কর্নারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে পরতে পরতে ছড়িয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম।
কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর সেই নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
মুজিব কর্নারে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা সময়ের আলোকচিত্র স্থান পেয়েছে। ছবি: পিএমও
শেখ হাসিনা বলেন, ‘একটা বিকৃত ইতিহাস সৃষ্টির চেষ্টা করা হয়েছিল এবং মূল ইতিহাসটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আসলে ইতিহাস সব সময় প্রতিশোধ নেয়। যারা সত্যকে মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু মুছে ফেলা যায় না। আজকে সেটাই প্রমাণ হয়েছে।’
নিজের প্রবাস জীবনের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, ‘প্রবাসে ছিলাম। রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। সে জন্য আন্তরিকতাও বেশি পাইনি।’
পরিবারের সবাইকে হারানোর সেই বেদনা সহ্য করা কঠিন ছিল বলে জানান বঙ্গবন্ধুকন্যা। তিনি বলেন, ‘তার পরেও আমাদের দুই বোনের একটা প্রতিজ্ঞা ছিল যে একদিন সময় আসবে, কারণ এত আত্মত্যাগ কখনও বৃথা যেতে পারে না।’
এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।