খুলনা মহানগরীতে ছয় বছরের শিশু যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ।
নগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোড এলাকা থেকে রোববার দুপুরে ওই শিক্ষককে আটক করে পুলিশ।
অভিযুক্ত মো. নাঈম খালিশপুর টিঅ্যান্ডটি এলাকার বাসিন্দা। স্থানীয় মার্কেট মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক তিনি।
অভিযোগকারী শিশু স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে পড়ে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান।
তিনি জানান, ‘অভিযুক্ত নাঈম খণ্ডকালীন শিক্ষকতার পাশাপাশি একটি কোচিং পরিচালনা করতেন। সেখানে ১০-১২ ছাত্রীকে পড়াতেন তিনি। এর মধ্যে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তাকে আটক করা হয়।
ওসি বলেন, ‘এ ঘটনায় তার নামে মামলার প্রস্তুতি চলছে।’