ভোলায় মন্দিরের প্রতিমা, স্বর্ণালঙ্কার ও টাকা চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পৌর শহরের ডোমপট্টি এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ওই তিনজন হলেন ২৮ বছর বয়সী মো. সুমন, ২১ বছর বয়সী নয়ন ও ২০ বছর বয়সী নূর আলম।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সরদার রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান।
তিনি জানান, গত ২১ মার্চ রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাস্তা বাসস্ট্যান্ডের পাশের ভদ্রবাড়ী পারিবারিক শ্রী শ্রী হরি মন্দির থেকে ১৩টি পিতলের প্রতিমা, দুই ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও পূজার সরঞ্জাম চুরি হয়।
ঘটনার পরদিন মন্দিরের সভাপতি মহাদেব ভদ্র অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ভোলা সদর থানায় মামলা করেন। এরপর শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ফরহাদ বলেন, ‘আসামিরা চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী ১০টি মূর্তি, ১৬৬ টাকা ও পূজার কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। তারা এই ঘটনায় জড়িত আরও দুজনের নাম জানিয়েছে। তাদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।’