প্রধানমন্ত্রীর কাছে বরগুনার পায়রা ও বিষখালী নদীতে সেতু চেয়েছেন স্বাধীনতা পদক পাওয়া অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ।
বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ১০ দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলার আয়োজনে শনিবার সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
সিরাজউদ্দীন আহমেদ বলেন, ‘আমি যখন ১৯৬৯ সালের ৮ মে বরগুনা মহাকুমা এসডিও হিসেবে যোগদান করি, সে সময় বরগুনায় শুধুমাত্র গোলের ঘর ছাড়া কিছু ছিল না। একটি জাতির উন্নয়নের জন্য শিক্ষার বিকল্প নেই।
‘আমি তখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলে ঈর্ষণীয় উন্নয়ন হচ্ছে।
‘আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি দাবি পেশ করতে চাই। বরগুনা জেলার উন্নয়নে বরগুনার পায়রা ও বিষখালী নদীতে সেতু চাই। কারণ, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে এই সেতু দুটির গুরুত্ব অপরিসীম।’
তিনি আরও বলেন, ‘এ দুটি নদীতে সেতু হলে মোংলার সঙ্গে পায়রা বন্দরের সংযোগ স্থাপন হবে। এ জেলার মানুষের কাছে আমার ঋণ আছে। আমি যে সম্মান পেয়েছি সে অর্জনের জন্য এই জেলার মানুষের ভূমিকা ছিল। আমার দাবি পূরণ হলে খুবই আনন্দিত হবো।’