বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মাঝি নিহত

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ মার্চ, ২০২২ ১১:৪৪

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আজহার কোন গ্রুপের এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নৌকার মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় বাকপ্রতিবন্ধীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে শনিবার রাত ৩টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাঝি ৪৫ বছরের আজহার মিয়া একই গ্রামের বাসিন্দা।

রোববার সকাল সাড়ে ১০টায় নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

স্থানীয়দের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নে মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরেই দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মাঝি আজহার মিয়া মারা যান।

ওসি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত আজহার কোন গ্রুপের এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর