মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য চট্টগ্রামের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হল মাঠে শনিবার সন্ধ্যায় তাদের ক্রেস্ট ও উত্তরীয় দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সভাপতিত্বে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-উপাচার্য বেনু কুমার দে।
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন চবি শিক্ষক ড. ওমর ফারুক এবং সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।
দীপু মনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গিয়েছিলেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে হয়। একটি দেশকে স্বাধীন করার জন্য যে সাহসের প্রয়োজন তা তিনি বাঙালি জাতির বুকে তৈরি করে দিতে সক্ষম হয়েছিলেন।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আজকে যে বীর মুক্তিযোদ্ধাদের আপনারা সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আমি অভিবাদন জানাই, শ্রদ্ধা জানাই। একই সঙ্গে আবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও একাত্তরের সকল শহীদ, নির্যাতিত নারীর সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চট্টগাম মহানগর ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ বলেন, ‘এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাহস করেছেন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার। এর আগে কোনো উপাচার্য এই সাহস করেননি। এটাই হচ্ছে ইতিহাস। আজকে এটা ইতিহাস হয়ে থাকল। এটা থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা নেবে।’