বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপপুরে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক নিহত

  •    
  • ২৭ মার্চ, ২০২২ ০৮:৫৪

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘প্রাথমিক তথ্যে যেটুকু জানা গেছে তা হচ্ছে আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে ভ্লাদিমিরের দ্বন্দ্ব ছিল। এর জেরে ছুরিকাঘাতে তিনি মারা যান। তার পিঠের দিকে ছুরিকাঘাতের ৪ থেকে ৫টি দাগ আছে।’

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর আবাসিক প্রকল্প গ্রিনসিটির ৬ নম্বর ভবনের একটি কক্ষে শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

৫২ বছর বয়সী নিহত ভ্লাদিমির প্রকল্পের নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘প্রাথমিক তথ্যে যেটুকু জানা গেছে তা হচ্ছে আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে ভ্লাদিমিরের দ্বন্দ্ব ছিল। এর জেরে ছুরিকাঘাতে তিনি মারা যান। তার পিঠের দিকে ছুরিকাঘাতের ৪ থেকে ৫টি দাগ আছে।

‘এ ঘটনায় কাজাখস্তানের আরেক নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেলারুশের তিন নাগরিককে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে। আরও তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।’

এ বিভাগের আরো খবর