বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্যান্ডেল খুলে ছুড়ে মেরেছিলাম: স্বরাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২৬ মার্চ, ২০২২ ২১:৫৫

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা তেজগাঁওয়ে গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। তারা প্রথম বাধা পায় জয় বাংলা স্লোগানে। এরপর আমরা রাজারবাগ ও পিলখানায় চলে যাই ভাগাভাগি করে। আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। পায়ের স্যান্ডেল খুলে ছুড়ে মেরে প্রতিবাদ করেছিলাম। ওই রাতেই অপারেশন সার্চলাইট শুরু হয়।’

বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিলেও আলোচনার পথ বন্ধ রাখেননি। তিনি ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করেছেন। বৈঠক ডেকে যখন আলোচকরা কৌশলে চলে যাচ্ছিলেন, তখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করা হয়। ২৫ মার্চের সে প্রতিবাদে শামিল ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে শনিবার এক অনুষ্ঠানে তিনি সেদিনের স্মৃতি মনে করে বলেন, ‘২৫ মার্চ পর্যন্ত কিছু হচ্ছিল না। আলোচকরা চলে যাচ্ছিলেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। পায়ের স্যান্ডেল খুলে ছুড়ে মেরে প্রতিবাদ করেছিলাম। ওই রাতেই অপারেশন সার্চলাইট শুরু হয়।’

‘আমরা তেজগাঁওয়ে গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়েছিলাম। তারা প্রথম বাধা পায় জয় বাংলা স্লোগানে। এরপর আমরা রাজারবাগ ও পিলখানায় চলে যাই ভাগাভাগি করে। সেদিন মৃত্যু অবধারিত জেনেও সম্মুখ যুদ্ধে দাঁড়িয়েছিল বীর বাঙালি৷ এই দুঃসাহস আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধুর কাছ থেকে। যে শক্তিতে আমরা বলিয়ান।’

রাজারবাগে শিশু-কিশোরদের অংশগ্রহণে ‘রংতুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রতিরোধ, প্রতিবাদ থেকেই লড়াই শুরু, এরপর মুক্তিযুদ্ধ। সে লড়াইয়ে আমরা ৯ মাসে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। তার নির্দেশ ও সাহসেই আমরা নিরস্ত্র বাঙালি সশস্ত্র হয়েছিলাম।

‘স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার প্রক্রিয়া চলছিল। বঙ্গবন্ধু শাহাদাতবরণের পর তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব কাছ থেকে আমি বঙ্গবন্ধুকে দেখেছি। তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। আমরা উদ্গ্রীব থাকতাম, কখন তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন। মার্চের ৩ তারিখে আমরা পতাকা উড়িয়ে জানিয়েছিলাম আমরা স্বাধীন দেশ চাই। নিরঙ্কুশ বিজয়ের পরও বঙ্গবন্ধুকে ক্ষমতা দেয়া হচ্ছিল না। তাই তিনি ছাত্রনেতাদের বলতেন, তোমরা তৈরি থাকো, যুদ্ধ ছাড়া আমাদের গতি নাই।

‘বঙ্গবন্ধুকে আজকে হৃদয় নিংড়ানো ভালোবাসায় স্মরণ করি। স্মরণ করি বঙ্গমাতাকে। ছাত্রদের ১১ দফার আন্দোলনে তিনি বলেছিলেন, তোমরা জোরালো আন্দোলন কর। যেন গোলটেবিল বৈঠকে মুক্ত বঙ্গবন্ধু আসতে পারে।’

এ বিভাগের আরো খবর