বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে ‘ফ্ল্যাগ ফর ফ্রেন্ডশিপ’।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শনিবার সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি প্রাথমিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।
আয়োজকরা জানান, বিভিন্ন দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজে চড়বে বাংলাদেশ ও সংশ্লিষ্ট বন্ধু দেশের পতাকা।
সাগর-মহাসাগরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করবে সেই পতাকা। বাংলাদেশ বন্দরে বিশেষ অনুষ্ঠানে পতাকার প্রতি সম্মান জানানো হবে।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহাব উদ্দিন খান বলেন, ‘এটি প্রচলিত কোনো ইভেন্ট নয়, সম্পূর্ণ অলাভজনক জাতীয় ও আন্তর্জাতিক এক আয়োজন। এর উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে উদযাপন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করা। এতে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি হবে।’
আয়োজকরা জানান, বিদেশের বন্দরে এই পতাকা কর্মসূচির সার্বিক সমন্বয় করবে ফ্ল্যাগ ফর ফ্রেন্ডশিপের কেন্দ্রীয় কমিটি। তবে সেখানে অনুষ্ঠান আয়োজন করবে সেই দেশের নাগরিক এবং বাংলাদেশের বন্ধুজন, বাংলাদেশে ছিলেন এমন কূটনীতিক, বাংলাদেশের বন্ধু সংস্থা এবং উচ্চ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠন করে দেয়া স্থানীয় কমিটি।
এই কর্মসূচির সব তথ্য ও কন্টেন্ট নিয়মিত পাওয়া যাবে www.flagforfriendship.com ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির কার্যকরী সদস্য সৈয়দ এম রহমান, এনায়েত উদ্দিন মো. কায়সার খান, সৈয়দ ইসতিয়াক হায়দার, নাইম ইমরান ও শহিদ আলম।