চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রলীগের তিন নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।
আসামিরা হলেন দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফুল হক, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন এবং ছাত্রলীগ কর্মী ইমরান।
ছাত্রলীগের নেতাকমীদের গ্রেপ্তারের খবরটি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘শুক্রবার রাত আড়াইটার দিকে তাদের দোহাজারী পৌরসভার পশ্চিম জামিরজুরী সাতছড়ি খালের ব্রিজের ওপর থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়।
‘তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা জজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’