মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ ছাড়া একাধিক স্থানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুলিশের বাধার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন।
তবে পুলিশ বলছে, বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘র্যালি নিয়ে শহীদ মিনারে ফুল দেয়ার কথা ছিল। কিন্তু ১৫-২০ জনকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
‘এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা শহীদ মিনারে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়’, বলেন তিনি।
অন্যদিকে বিএনপি নেতা মোমিন আলী অভিযোগ করেন, নেতাকর্মীদের নিয়ে জশুরগাও এলাকায় র্যালি করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে কোলাপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেন তারা।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) বলেন, ‘বিএনপির মোমেন আলী গ্রুপ ও শহিদুল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ দায়িত্ব পালন করেছে।’