মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে আর্ট ক্যাম্পের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি।
স্মৃতিসৌধ এলাকায় উন্মুক্ত স্থানে সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চিত্রশিল্পীরা। আর্ট ক্যাম্পের প্রতিযোগিতা চলে বেলা ৩টা পর্যন্ত।
জগন্নাথ বিশ্বিবদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারজানা আলম নিউজবাংলাকে বলেন, ‘আজকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আমরা এখানে ছবি আঁকব। স্বাধীনতা দিবসকে বিষয়বস্তু করে যার যার মতো করে আঁকছি আমরা। জাতীয় স্মৃতিসৌধের সামনে প্রাকৃতিক পরিবেশে ছবি আঁকতে পেরে ভীষণ ভালো লাগছে।’
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিরা মনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর অবদানকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এ ধরণের আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে।’
আয়োজক শিল্পকলা একাডেমির গ্যালারি সুপারভাইজর এসএম মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘শিল্পকলার মাধ্যমে আমরা প্রতিযোগীদের সিলেক্ট করি। সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০জন প্রতিযোগী এই আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় এসেছেন।
‘বিষয়বস্তুর কাছে থেকে ছবি আঁকা শিল্পীদের জন্য অনেক আনন্দের। কারণ বেশিরভাগ সময়ই শিল্পীদের ইনডোরে ছবি আঁকতে হয়। আজকে শিল্পীদের আঁকা ছবিগুলো শিল্প একাডেমিতে রাখা হবে।’