ক্ষুদে শিক্ষার্থীরা তুলে ধরলেন পদ্মা সেতুর অবয়ব। স্বাধীনতা দিবসের বর্ণিল আয়োজনে মাদারীপুরের আচমত আলী খান স্টেডিয়ামে এমন দৃশ্য দেখে সবাই করতালি দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানায়।
সরেজমিনে দেখা যায়, ১৪ শিক্ষার্থী একে অপরের ওপর ভর দিয়ে আছে। ১২ জন দুহাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলে ধরেছে। তাদের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে একজন শিক্ষার্থী, তার হাতে জাতীয় পতাকা।
সাউন্ড সিস্ট্রেমে ভেসে আসছে, পদ্মা সেতু, পদ্মা সেতু। তখন প্যান্ডেলের ভেতরে-বাইরের সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।
আয়োজক কমিটি থেকে জানা যায়, পদ্মাসেতুর অবয়ব তুলে ধরেছেন চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর জুনের মাঝামাঝি সময়ে চালু হবে পদ্মা সেতু।
অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
চরমুগরিয়া মার্চেন্ট উচ্চ বিদ্যালয়সহ ছাড়াও ৩৩টি বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নানা ডিসপ্লেতে অংশ নেয়।
শিক্ষার্থী আরমিন বলেন, ‘আমরা ডিসপ্লের বিষয় স্যারদের সঙ্গে আগেই কথা বলেছিলাম যে, এবার পদ্মা সেতু তুলে ধরব। স্যাররাও সায় দিয়েছে। ফলে আমরা অনেক পরিশ্রম করে পদ্মা সেতুর দৃশ্য তুলে ধরেছি। কষ্ট হলেও আনন্দ যে আমরা মাদারীপুরবাসীর মনের চাহিদা তুলে ধরতে পেরেছি। আর কয়েকদিন পরেই আমরা পদ্মা সেতু দিয়ে চলতে পারব, এটাই আমাদের বড় অর্জন।’
মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস উদযাপন আমাদের জন্যে সত্যি খুব খুশির। কারণ এবার আমরা পদ্মা সেতুতে চলতে পারব। আর কিছু দিন পরে আমাদের বড় অর্জনের দ্বার খুলে দেয়া হবে।’