যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দলীয় প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন যুবলীগের আরেক কর্মী।
শহরের পুরাতন কসবা কাঁঠালতলা এলাকায় শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৩১ বছর বয়সী নিহত হোসাইন মোহাম্মদ রুম্মানের বাড়ি শহরের টালিখোলা মাদ্রাসা এলাকায়।
জেলা পুলিশের মুখপাত্র এএসপি রুপণ কুমার সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবলীগ নেতা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে আরিফ, আহাদুলসহ ৮ থেকে ১০ জন রুম্মান ও আরিফ হোসেন শাকিলকে কোপায়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই রুম্মানের মৃত্যু হয়। শাকিলের অবস্থা আশঙ্কাজনক। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘রুম্মান দলীয় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। জড়িতদের আটকে পুলিশ কাজ করছে। আমরা শিগগিরই তাদের আটক করব।’
ময়নাতদন্ত শেষে কোতোয়ালি থানায় মামলা হবে বলে জানান তাজুল ইসলাম।