১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি সদস্যরা। মুক্তিযুদ্ধে এটিই ছিল প্রথম প্রতিরোধ।
শনিবার রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শহীদদের স্মরণ করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মকর্তারা।
এর আগে শুক্রবার রাত ১১টায় পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় গণহত্যা দিবসের আলোচনা সভা হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সেখানে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশ বাহিনীর আত্মত্যাগ ও দেশপ্রেম স্বাধীনতা যুদ্ধের বড় প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদাশীল জাতি গড়তে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সমুন্নত রাখতে হবে। বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে। এখন আত্মমর্যাদাশীল জাতি গড়তে কাজ করতে হবে।’